যত দূরে যাও
আমায় রেখে অপেক্ষায়
আমি হৃদয় পুড়িয়ে
রয়ে যাবো প্রতিক্ষায়
তুমি নিজের খেয়াল রেখো
অনেক ভালো থেকো
আমায় নিয়ে ভেবো না --
তোমার অপেক্ষায় থেকে বৃদ্ধ হবো
তবুও ক্লান্ত হবো না..
আমি কেঁদে কেদে খান্ত হবো..
তবুও শান্ত হবো না
অন্ধ প্রেমিক জেগে রয়
নিথর চোখ মেলে
কেমন করে বাঁচো তুমি
আমায় একা ফেলে
তুমি নিজের খেয়াল রেখো
অনেক ভালো থেকো
আমায় নিয়ে ভেবো না --
তোমার অপেক্ষায় থেকে বৃদ্ধ হবো
তবুও ক্লান্ত হবো না..
আমি কেঁদে কেদে ক্লান্ত হবো..
তবুও শান্ত হবো না
